বিশ্বকাপের সুপার লিগে বাংলাদেশ

আজ দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করলো বাংলাদেশ। জয়ের জন্য স্কটিশদের দেয়া ৯০ রানের লক্ষ্য ২০০ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়েই বাগিয়ে নেয় টাইগার যুবারা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রকিবুল হাসানের ঘূর্ণিবলে বিভ্রান্ত হয়ে ৩০.৩ ওভারে ৮৯ রানে অলআউট স্কটল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন উইজার শাহ।
বাংলাদেশ দলের হয়ে ৫.৩ ওভারে ২০ রানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেন রকিবুল। এ ছাড়া দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
৯০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের জয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৫ রান করেন মাহমুদুল হাসান জয়। এছাড়া ২৫ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ১৭ রান করেন তাওহীদ হৃদয়। ১০ রান করেন শামিম হোসেন।বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৪ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলে সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ যুব দল।

Facebook Comments