সোলেইমানি হত্যা: মধ্যপ্রাচ্যে আরো ৩০০০ মার্কিন সেনা

ইরানের আল-কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ কথা জানিয়েছে।
নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে এসব সেনা পাঠানো হচ্ছে। এর আগে মঙ্গলবার বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার পর ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সাড়ে ৭শ সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এবারও সেখান থেকেই সেনা পাঠাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ২৫ যোদ্ধা নিহত হওয়া এবং এর জের ধরে বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে টানা দুদিনের বিক্ষোভের পর এ হামলার ঘটনা ঘটে।
দূতাবাসে হামলার প্রতিশোধ হিসাবে শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়ে ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হত্যা করে যুক্তরাষ্ট্র। হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন। সব মিলিয়ে ওই হামলায় নিহত হন মোট আটজন। এ হামলার পর গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে নতুন যুদ্ধের সম্ভবনা।
ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মেীয় নেতা আলী খামেনি আমেরিকার বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন। প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরাকি মিলিশিয়া সংগঠনগুলোও। এসব প্রতিশোধমূলক হামলার জবাব দিতেই মধ্যপ্রাচ্যে নতুন করে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

Facebook Comments