শেষ হলো বসুন্ধরা গলফ টুর্নামেন্ট

সাভারে তিনদিনব্যাপী ‘বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট-২০২০’ এর পঞ্চম আসর শেষ হয়েছে।
গলফ টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিলো বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও আয়োজন করেছে সাভার গলফ ক্লাব (এসজিসি)।
শনিবার (০৪ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে সাভার গলফ ক্লাবের হল রুমে আনুষ্ঠানিকভাবে বিজয়ী গলফারদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শেষ হয়।গত বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ছিল টুর্নামেন্টটির উদ্বোধনী দিন।প্রতিযোগিতায় পারের চেয়ে ১০ শট কম খেলে প্রথম স্থান অর্জন করেন গ্রুপ ক্যাপ্টেন সাইফুল, দ্বিতীয় হয়েছেন লে. কর্নেল মো. মাসুদ পারভেজ।এছাড়া ভ্যাটার্ন গ্রুপের উইনার ইঞ্জিনিয়ার একেএম আব্দুর রাজ্জাক, সুপার সিনিয়র গ্রুপের উইনার লিয়াকত আলী খান, সিনিয়র উইনার ইব্রাহীম, লেডিস উইনার সেলিনা আকতার ও জুনিয়র উইনার সাইয়েদা ফাতিমা আফরা নওয়ার।
অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান (এসডিসি) (পিএসসি) স্টেশন কমান্ডার সদর দপ্তর সাভার, সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর (অব:) এ এন এম আব্দুল আহাদসহ প্রমুখ।
বাংলাদেশের প্রত্যেক গলফ ক্লাবের গলফারসহ মোট ৩১৩ জন গলফার খেলায় অংশ নিয়েছিলেন। টুর্নামেন্টের মোট বাজেট ২৬ লাখ টাকা।

Facebook Comments