সোমবার পর্যন্ত কম থাকবে তাপমাত্রা

রাজধানীসহ সারাদেশে শৈত্যপ্রবাহের প্রভাব রয়ে গেছে। ফলে শীতের পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি।
আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ১০ ডিগ্রি কিংবা এর নিচে হলে শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে শৈত্যপ্রবাহ নেই এখন। কিন্তু শীতের তীব্রতা রয়েছে।
অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় (মঙ্গলবার) নাগাদ রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। অর্থাৎ সোমবার পর্যন্ত সারাদেশের তাপমাত্রা কম থাকবে। এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়ায় তুলনামূলক ঠাণ্ডা কমবে। তবে শীতের এই ধারাবাহিকতা জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে।

Facebook Comments