বিজয় দিবসে পরিচালক সমিতির আয়োজন

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে এদিন জন্ম হয় বাংলাদেশের।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি দিনব্যাপী নানা আয়োজন করেছে। আগামীকাল সোমবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও বিএফডিসির স্মৃতিসৌধে (উত্তাপ) পুষ্পস্তবক অর্পণ করা হবে। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে বলে জানান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলচ্চিত্রের মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন চিকিৎসকরা। এই মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস, কিডনি সংক্রান্ত আরবিএস ও এস ক্রিয়েটিনিন পরীক্ষা করা হবে। পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে।
রিপোর্টে কোনো সমস্যা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এসে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এই মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় থাকছে মগবাজারে অবস্থিত ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।

Facebook Comments