কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে নিহত ১৪

কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১০ জনের লাশ হস্তান্তর করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করে বলেন,৩১ জন দগ্ধ রোগী হাসপাতলে ভর্তি হয়েছিল। এদের মধ্যে ১০ জন শেখ হাসিনা বার্নের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে। আর বাকি ৮ জন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউতে ভর্তি রয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুজ্জামান বলেন,এ পর্যন্ত শাহবাগ থানা পুলিশের মাধ্যমে ১০টি মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হস্তান্তর করা মরদেহগুলো হলো- সালাউদ্দিন (৩২), বাবলু (২৬), খালেক(৩৫), রায়হান (১৬), ইমরান (১৮), জিনারুল (৩২), আলম (৩৫), সুজন(১৯), জাহাঙ্গীর (৫৫) ও ফয়সাল (২৯)।কারখানাটিতে বুধবার (১১ ডিসেম্বর) বিকালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments