উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু বিপিএল

আগামীকাল (রোববার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই পর্দা উঠবে এবারের বিশেষ বিপিএলের। এবারের আসরটি বিশেষ, কারণ এটি উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।
উদ্বোধনের জন্য প্রস্তুত মঞ্চ। চব্বিশ ঘণ্টাবাদেই শেখ হাসিনার হাত ধরে হবে উদ্বোধন। এরপর মঞ্চ মাতাবেন বাংলাদেশের মমতাজ, জেমস থেকে শুরু করে ভারতের সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগাম ও কৈলাশ খেররা।
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে মাঠের পূর্ব দিকের সাধারণ গ্যালারিকে পেছনে রেখে, অর্থাৎ পূর্বদিকের গ্যালারির পুরোটাই ঢাকা পড়ে যাবে মঞ্চের পেছনের পর্দার কারণে। সে কারণেই সাধারণ গ্যালারিতে কোনো ধরনের কোনো টিকিট থাকছে না, কেউ যেতেও পারবে না।
উদ্বোধনী অনুষ্ঠান মাঠে বসেও দেখা যাবে। সেজন্য গুনতে হবে ১০ হাজার টাকা। এছাড়া মাঠের মধ্যেই তবে মঞ্চ থেকে খানিক দূরে বসে দেখার জন্য গুনতে হবে ৫ হাজার টাকা।

Facebook Comments