ফ্রান্সে দুর্বৃত্তের হামলায় নিহত ১

ফ্রান্সের লিয়ন শহরে ছুরি দিয়ে হামলায় একজন নিহত ও ৮ জন আহত হয়েছে। একটি সাবওয়ে স্টেশনের কাছে এক দুর্বৃত্ত ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়েছে বলে জানিয়েছে লিয়ন শহরের স্থানীয় সংবাদমাধ্যম।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। প্রাথমিকভাবে আহতের সংখ্যা ৯ জন বলে জানানো হলেও পরে তাদের মধ্যে থেকে একজনের মৃত্যু হয়। ঠিক কি কারণে ওই হামলার ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে, এ বিষয়ে ভিলেয়ারবেনের মেয়র জিন পল ব্রেট বলেন, ছুরি নিয়ে হামলার ঘটনায় ১৯ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এই হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
তিনি আরো জানান, লিয়ন এলাকায় হামলার ঘটনায় আমি ভীষণভাবে শোকাহত। ওই হামলায় একজন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ফ্রান্সে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। তার বয়স আনুমানিক ৩২। এই হামলাকে তাৎক্ষণিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করা হচ্ছে না। সন্দেহভাজনের বিষয়ে প্যারিসের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তদন্ত করা হবে।

Facebook Comments