নেপালে ভয়াবহ ভূমিধস

নেপালের পশ্চিমাঞ্চলীয় গুলমি জেলায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে এক পরিবারেরই ছয়জন। তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে আরো চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরো চারজন।
ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি মাটিচাপা পড়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালে গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটছে। মঙ্গলবার সন্ধ্যায় সত্যবতী গ্রামীণ পৌরসভার ৩ এবং ৪ নম্বর ওয়ার্ডে ভূমিধসের ঘটনা ঘটে। এসময় বহু ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। সবমিলিয়ে ৭০টির বেশি বাড়ি চাপা পড়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।এ সময় সত্যবতী গ্রামীণ পৌরসভার লিমঘা বিরকুনা এলাকায় একটি বাড়ি ভূমিধসে ভেসে গেলে একই পরিবারের ছয়জন নিহত হন। ওই এলাকায় ফের ধস নামার আশঙ্কা রয়েছে। ফলে ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ২০টি বাড়ি। এসব বাড়ির বাসিন্দারা নিকটবর্তী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ইতিমধ্যে তারা আটজনের মরদেহ উদ্ধার করেছে বলে জানা গেছে। তাদের নাম ও ঠিকানা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে এখনও ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই চাপা পড়ে রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনও চলছে।

Facebook Comments