সারাদেশে পশুরহাট ২৩৬২টি

পবিত্র ঈদুল আজহা (কুরবানি) উপলক্ষে সারাদেশে ২ হাজার ৩৬২টি পশুর হাট বসবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার প্রাণিসম্পদ অধিদফতরে আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০১৯ উদযাপন উপলক্ষে কোরবানির পশুরহাটে সুস্থ-সবল গবাদিপশু সরবরাহ ও বিক্রয় নিশ্চিতকল্পে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাণিসম্পদ অধিদফতরের সহকারী পরিচালক (খামার) ড. এবিএম খালেদুজ্জামান জানান, সারাদেশে মোট ২ হাজার ৩৬২টি পশুর হাট বসবে।ঢাকার দুই সিটি ডিএসসিসি ও ডিএনসিসির আওতায় ২৩টি অস্থায়ী ও একটি স্থায়ী পশুরহাট বসবে। সবার মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুরহাটে পশুর প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ২৫টি ভেটেরিনারি মেডিক্যাল টিম গঠন করে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মোট ১০টি স্থানে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মোট ১৪টি স্থানে কোরবানির পশুরহাট বসবে। সব মিলে রাজধানীতে মোট ২৪টি হাটে এবার কোরবানির পশু বেচাকেনা হবে।
এবার দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি স্থানে অস্থায়ী কোরবানির পশুরহাট বসবে। গত কোরবানির ঈদের ১৩টি স্থানে হাট বসেছিল, এবার নতুন করে আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গায় এবার হাট বসবে।
উত্তর শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট-মৈত্রী সংঘ মাঠ, ঝিগাতলা হাজারীবাগ মাঠ, লালবাগ রহমত খেলার মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যান বাড়ি মোড়, পোস্তগোলা শ্মশানঘাট , শ্যামপুর বালুর মাঠ,৩২ নম্বর ওয়ার্ডের সামসাবাদ মাঠ, কমলাপুর স্টেডিয়াম-সংলগ্ন আশপাশের খালি জায়গা, শনির আখড়া-দনিয়া কলেজ মাঠ, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, ৪১ নম্বর ওয়ার্ডের কাউয়ার টেক মাঠ ও আফতাব নগর ইস্টার্ন হাউজিং মেরাদিয়া বাজার।
উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর সেতুর পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের উভয়পাশের ফাঁকা জায়গা, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, খিলক্ষেত ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পাশে, ভাটারা (সাইদ নগর), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়কসংলগ্ন (বছিলা) পুলিশ লাইনসের খালি জায়গা, মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং) খালি জায়গা, মিরপুর ডিওএইচএসের উত্তর পাশে সেতু প্রোপার্টি, উত্তরখান মৈনারটেক শহিদ নগর হাউজিংয়ের খালি জায়গায় অস্থায়ীভাবে পশুরহাট বসবে।

Facebook Comments