এশিয়া কাপ হকির দল ঘোষণা

প্রথমবার ইনডোর এশিয়া কাপ হকিতে যাচ্ছে বাংলাদেশএই প্রথম ইনডোর এশিয়া কাপ হকিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আজ (বুধবার) থাইল্যান্ডের এই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ১২ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুলকে।
আগামী ১৫ থেকে ২১ জুলাই চলবে ইনডোর এশিয়া কাপ হকি। সিক্স-এ-সাইডের এই আসরে এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও আছে শক্তিশালী ইরান, মালয়েশিয়া ও ফিলিপাইন।বি গ্রুপে কাজাখস্তান, উজবেকিস্তান, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, নেপাল ও মিয়ানমার। গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার্স-আপ উঠবে সেমিফাইনালে।
জাতীয় দলের অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি বলেছেন, ফেডারেশন প্রথমবারের মতো ইনডোর হকিতে খেলার সুযোগ করে দিয়েছে। আমরা চেষ্টা করব দেশের জন্য ভালো কিছু করতে। এজন্য আমরা অনেক পরিশ্রম করেছি। তবে গ্রুপে সাতবারের চ্যাম্পিয়ন ইরান সহ অন্য দলগুলোর বিপক্ষে ইতিবাচক ফল করা আমাদের জন্য একটু কঠিন হবে।

Facebook Comments