বিপিজেএ’র ফল উৎসবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন সংসদকে শক্তিশালী করা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার জন্য সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে মাগরিবের বিরতির সময় ৬ষ্ঠ তলায় সাংবাদিক লাউঞ্জে বিপিজেএ আয়োজিত ফল উৎসবে তিনি এসব কথা বলেন।
প্রতিবছরের মতো এবারও দেশীয় ফলের সমাহার নিয়ে ফল উৎসব করেছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-(বিপিজেএ)। এবারের ফল উৎসবে দেশীয় ২৮ জাতের ফল রাখা হয়। এই ফল উৎসবকে সংসদের ঐতিহ্য বলে আখ্যায়িত করে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন,দেশে যত ধরনের ফল হয়, তারই এক চমৎকার সমাহার আজকের এই আয়োজন। বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট‘স অ্যাসোসিয়েশনের চলার পথ এখন অনেক প্রসার হয়েছে। সংসদ বিটের সংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যতক্ষণ অধিবেশন চলে তাদের কিন্তু ছুটি নেই। সংসদ সদস্যদের যেমন কোনো ছুটি দিই না, ঠিক তেমননিভাবে তাদেরও কোনো ছুটি নেই।

Facebook Comments