বরগুনার ঘটনায় জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বরগুনায় দিন-দুপুরে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বরগুনায় যে ঘটনা ঘটেছে, সেটি কেন ঘটেছে তদন্ত করে জানানো হবে। তবে এটি দুঃখজনক। এ ঘটনায় পুলিশ বসে নেই। দুজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা এ ঘটনায় জড়িত, সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, যতগুলো ঘটনাই ঘটুক বাংলাদেশে, পুলিশের দক্ষতা-সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। এই পুলিশকে যদি ১০ বছর আগের পুলিশ মনে করে কেউ, তাহলে ভুল করবে। আমাদের পু্লিশ অনেক সক্ষম ও অনেক দক্ষ। তারা অনেক ইনফরমেটিভ।

Facebook Comments