স্বাস্থ্যখাতে বরাদ্দ কমেই চলেছে বাজেটে

নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতের অংশে রয়েছে বাজেটের ৪ দশমিক ৯২ শতাংশ। অথচ ২০০৬-০৭ অর্থবছরে এখাতে বরাদ্দ ছিল ৬ দশমিক ৮ শতাংশ।
বুধবার (১৯ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলন যৌথভাবে সংবাদ সম্মেলনটির আয়োজন করে।
এতে তুলে ধরা হয়, ২০০৬-০৭ অর্থবছরের বাজেটে স্বাস্থখাতে বরাদ্দ ছিল ৬ দশমিক ৮০ শতাংশ। পরের অর্থবছরগুলোতে জরুরি এই খাতটিতে বরাদ্দ ক্রমান্বয়ে বাড়তে থাকলেও ২০১২-১৩ অর্থবছর থেকে তা কমতে শুরু করে। সে বছর ছিল মোট বাজেটের মাত্র ৪ দশমিক ৮৬ শতাংশ। এরপর ২০১৭-১৮ অর্থবছরে আবার ৬ দশমিক ১০ শতাংশে উন্নীত হলেও ২০১৮-১৯ সালে তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ০৩ শতাংশে। এছাড়া বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দের ব্যবহারের বিষয়টিও সুনির্দিষ্ট নয়। জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দের বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া নেই। কেবল বরাদ্দ দিয়েই ক্ষান্ত অর্থ মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় দেশের জনগণের অর্থায়ন পরিস্থিতি বা ব্যক্তির নিজের খরচের পরিমাণ বেড়ে গেছে। এছাড়া স্বাস্থ্যখাতে সরকারি অর্থায়ন এখন কেবল জেলা বা উপজেলা পর্যায় পর্যন্ত রয়েছে। এটাকে গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে।

Facebook Comments