আইসিটি বাজেটে ১১ পরিবর্তনের দাবি ব্যবসায়ীদের

প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ১১টি পরিবর্তন আনার দাবি জানিয়েছেন আইসিটিখাত সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
ফাইবার অপটিকস, ই-কমার্স, এনটিটিএনসহ বিভিন্ন বিষয়ে কর মওকুফ ও কমানোসহ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টে ২শ কোটি টাকা বরাদ্দের দাবিরগুলো মধ্যে অন্যতম।
রোববার (১৬ জুন) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক যৌথ সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন এই খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠনগুলো।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং ইন্টারনেট সার্ভিসেস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপি এবি) শীর্ষ নেতারা অংশ নেন।তবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) অংশ নেওয়ার কথা থাকলেও সংবাদ সম্মেলনে তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

Facebook Comments