বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী উপহার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবসে ঝিনাইদহে তরুণদের মাঝে ঈদ উপহার হিসাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দিয়েছেন স্থানীয় ছাত্রলীগ নেতা রাসেদুল হাসান সোহান । এ উপহার পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে তিন শতাধিক তরুণ। এসময় তাদের কণ্ঠে উচ্চারিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ ধারণের দৃঢ় প্রত্যয়।
শুক্রবার বিকালে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে তিন শতাধিক তরুণ শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ উপহার দেওয়া হয়।
সাবেক ছাত্র নেতা এস.এম রবি পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুল হক চাঁন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আহসান হাবিব রানা, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাসসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

Facebook Comments