পুলিশ স্টেশনে নেইমার ধর্ষণের অভিযোগে

ধর্ষণের অভিযোগের বিবৃতি দিতে ব্রাজিলের রিও ডি জেনেইরোর পুলিশ সদর দপ্তরে গিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা।
ব্রাজিলের ফুটবল ফেডারেশন জানায়, অনুমতি ছাড়া সাামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগকারী নারীর ছবি ও টেক্সট মেসেজ প্রকাশ করার ব্যাপারে কথা বলতে পুলিশ স্টেশনে গেছেন নেইমার।
নাজিলা ত্রিনদাদে নামে ব্রাজিলের এক নারী গত শুক্রবার সাও পাওলোতে নেইমারের নামে ধর্ষণের অভিযোগ আনেন। ব্রাজিলের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিচারও চেয়েছেন।
অভিযোগ বলা হয়,১৫ মে প্যারিসের এক হোটেলে ত্রিনদাদেকে ধর্ষণ করেন নেইমার। তবে ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অভিযোগটি অস্বীকার করেছেন। এবং তার পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান।
ত্রিনদাদে এসবিটি নামে এক টিভি চ্যানেলকে জানান,সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নেইমারের সঙ্গে যোগাযোগ হয় তার। এরপর তিনি ব্রাজিলিয়ান ফুটবলারের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সম্মতিতে তার সঙ্গে যৌন মিলনে যেতে আগ্রহী হোন এবং নিজ খরচে প্যারিসে গিয়ে একটি হোটেলে ওঠেন নেইমারের সঙ্গে যোগাযোগের জন্য।সাক্ষাতের পর নেইমার তার সঙ্গে আগ্রাসী আচরণ শুরু করেন এবং বালকের মতো শারীরিক মিলনের আগ্রহ প্রকাশ করেন।যদিও মিলনের ব্যাপারে আগ্রহী ছিলেন ত্রিনদাদেও।
তবে নেইমার ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রামিক প্রাপ্ত ফুটবলার জানান,দুজনের সম্মতিতে ব্যাপারটি ঘটেছে।
নেইমার জানান, তাকে এবং তার পরিবারকে ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করতে নারীটি তার আইনজীবি প্রতারণাপূর্ণ অভিযোগ তুলেছে।
পরে ০৬ জুন, ত্রিনদাদে হোটেল রুমের একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে তাদেরকে (নেইমার ও ত্রিনদাদে) মারামারি করতে দেখা যায়।ব্যাপারটি নিয়ে নেইমার কোন গণমাধ্যমে কথা বলেননি। নেইমার ও ত্রিনদাদের আইনজীবি সমঝোতার মাধ্যমে ব্যাপারটি নিষ্পত্তি করার চেষ্টা চালাচ্ছেন।

Facebook Comments