শিমুলিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় ৮ শতাধিক যানবাহন

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মঙ্গলবার ভোর থেকে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ফলে এখানে প্রায় আট শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া ঘাটে দুরপাল্লার যাত্রী বোঝাই বাস ও প্রাইভেটকার মিলিয়ে আট শতাধিক যানবাহন ফেরী পারাপারের অপেক্ষায় রয়েছে।ঈদ উপলক্ষ্যে ৩টি রো-রো ফেরিসহ সর্বমোট ১৮টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,ভোর থেকেই ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে।ফেরিগুলো যানবাহন ও যাত্রী পারাপারে নিয়মতান্ত্রিকভাবে চলাচল করছে।এ পর্যন্ত ঘরমুখো যাত্রীদের নিয়ে সহস্রাধিক যানবাহন ফেরি পারাপার হয়েছে।এদের মধ্যে ছোট গাড়ি প্রাইভেটকার মাইক্রোবাসের সংখ্যা বেশি। এছাড়া ৮৭ টি যাত্রীবাহী লঞ্চ ও পাঁচ শতাধিক স্পিডবোট এ নৌরুটে যাত্রী পারাপার করছে।

 

Facebook Comments