সহিংস উগ্রবাদ প্রতিরোধে ইসলামের শিক্ষা বিষয়ক কর্মশালার আয়োজন

আজ সোমবার (২৭ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুই শতাধীক ইমাম ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আলেমদেও নিয়ে সিটিটিসির আয়োজনে সহিংস উগ্রবাদ প্রতিরোধে ইসলামের শিক্ষা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক শামীম মোহাম্মদ আফজাল।
ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃমনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) তার বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন- ধর্মের সাথে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই। প্রকৃত পক্ষে যার মধ্যে ইসলামের প্রকৃত শিক্ষা আছে তার দ্বারা সন্ত্রাসবাদ বা উগ্রবাদকে সমর্থন করা সম্ভব নয়। ইসলাম শুধু জানার বিষয় নয় এটি হৃদয়ে ধারণ করে প্রকৃত অর্থ বুঝে আমল করারও বিষয়। তিনি সন্ত্রাস, উগ্রবাদ প্রতিরোধে ইমাম ও আলেমদের ভূমিকা পালনের জন্য আহবান জানান।

Facebook Comments