লুকিয়ে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পণ্য

আদালতের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণার ১৩ দিন পরও ঢাকার বিভিন্ন বাজারসহ অলি-গলির দোকানগুলোতে বিক্রি হচ্ছে অনেক মানহীন পণ্য। এসব পণ্য দোকানের সামনে রেখে বিক্রি না করলেও পেছনে বা গুদামে রেখে লুকিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তীর ও প্রাণ কোম্পানির পণ্যগুলো বাজার থেকে কর্তৃপক্ষ উঠিয়ে নিলেও ছোট ছোট কোম্পানিগুলো এখনো নিজেদের পণ্য বাজার থেকে পুরোপুরি উঠিয়ে নেয়নি। সিটি করপোরেশন বাজার বা এলাকাভিত্তিক বাজার থেকে তারা পণ্য সরিয়ে নিলেও সরানো হয়নি অলি-গলির দোকান থেকে।
বিএসটিআই বলছে, নিম্নমানের এসব পণ্য বাজারে পাওয়া গেলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে মামলা করা হবে। অন্যদিকে, বেশিরভাগ কোম্পানিই নিজেদের নিষিদ্ধ হওয়া পণ্য বাজার থেকে তুলে নিলেও এগুলো নতুন নামে বাজারে আসার আশঙ্কা করছেন ভোক্তারা। তাই এসব পণ্য জনসম্মুখে ধ্বংস করার দাবি করছেন তারা।

Facebook Comments