মেসি পারিশ্রমিকে সবার থেকে এগিয়ে

২০১৮-১৯ মৌসুমের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার হলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এবার তিনি পেছনে ফেলেছেন জুভেন্টাসের রোনালদো এবং পিএসজির নেইমারের মতো তারকা ফুটবলারদের।
ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের মতে এবারের মৌসুমে আয়ের দিক থেকে সবার উপরে আছেন লিওনেল মেসি। ১৩০ মিলিয়ন ইউরো বেতন পেয়ে সবার উপরে আছেন তিনি । সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ২০ জন ফুটবলারের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লীগেরই আছে ১৬ জন ফুটবলার।
গত বছরের মতো এবারও আয়ের দিক থেকে সর্বোচ্চ স্থানে আছেন মেসি। এছাড়া ইউরোপের বাইরের ফুটবলারদের মধ্যে আয়ের দিক দিয়ে সবার শীর্ষে আছেন ইনিয়েস্তা। চাইনিজ লিগে খেলা অস্কার এবং হাল্কও আছেন এই তালিকায়।
ইউরোপের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলারের তালিকা:
লিওনেল মেসি ১৩০ মিলিয়ন ইউরো, রোনালদো ১১৩ মিলিয়ন ইউরো, নেইমার ৯১.৫০ মিলিয়ন ইউরো, গ্ৰীজম্যান ৪৪ মিলিয়ন ইউরো, গ্যারেথ বেল ৪০.২০ মিলায়ন ইউরো।

Facebook Comments