দেশ-জাতির কল্যাণ কামনা বৌদ্ধ পূর্ণিমায়

সারাদেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে শনিবার (১৮ মে) সকাল থেকেই নগরীর সবকটি বৌদ্ধ বিহারে ছিল নানা আচার-আনুষ্ঠানিকতা।
প্রায় আড়াই হাজার বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল। তার জন্ম, বোধি লাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে বৈশাখী পূর্ণিমার আরেক নাম বৌদ্ধ পূর্ণিমা।
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার ছিল সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন। বাণীতে তারা শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Facebook Comments