ভুয়া বলা যাবে না মুক্তিযোদ্ধা শব্দের আগে : হাইকোর্ট

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ,আইন মন্ত্রণালয়,rtvonline,

কোনো মুক্তিযোদ্ধাকে ভুয়া বলে সম্বোধন না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালত হুঁশিয়ার করে বলেছেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের কেউ জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুয়া বলে সম্বোধন করলে তাদের তলব করা হবে।
আদালত আরো বলেছেন, মুক্তিযোদ্ধা সনদ ভুয়া হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধারা কখনো ভুয়া হতে পারে না। তাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান করে ভুয়া মুক্তিযোদ্ধা শব্দের ব্যবহার করা যাবে না।

Facebook Comments