১৩২ রান করলেই ফাইনালে মুম্বাই

নিজেদের ঘরের মাঠে কোয়ালিফায়ার-১ এর ম্যাচে আশানুরূপ ব্যাটিং করতে পারেনি চেন্নাই সুপার কিংস। টপঅর্ডারদের ভরাডুবিময় ব্যাটিংয়ের পর মহেন্দ্র সিং ধোনি, আম্বাতি রাইডুর ব্যাটে ভর করে মুম্বাই ইন্ডিয়ানসকে ১৩২ রানের লক্ষ্য দিতে পেরেছে চেন্নাই।
মুম্বাইয়ের পক্ষে বল হাতে বাজিমাত করেছেন লেগস্পিনার রাহুল চাহার। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ২টি উইকেট নিয়েছেন তিনি। যার ফলে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারালেও ১৩১ রানের বেশি করতে পারেন ধোনির দল। মাত্র ১৩২ রান করলেই ফাইনালের টিকিট পেয়ে যাবে মুম্বাই।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি চেন্নাইয়ের। প্রথম পাওয়ার প্লে’র ৬ ওভারে মাত্র ৩২ রান তুলতেই সাজঘরে ফিরে যান তিন টপঅর্ডার ব্যাটসম্যান।

দুজন মিলে পরবর্তী ৬ ওভারে যোগ করেন আরও ৩৩ রান। ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে ২৬ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন বিজয়। উইকেটে আসেন অধিনায়ক ধোনি।
পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৬৬ রান যোগ করে দলের সংগ্রহটা ১৩১ রানে নিয়ে যান ধোনি এবং রাইডু। ৩ চার ও ১ ছয়ের মারে ৩৭ বলে ৪২ রান করেন রাইডু। ধোনির ব্যাট থেকে আসে ৩ ছয়ের মারে ২৯ বলে ৩৭ রানের ইনিংস।

Facebook Comments