সুবীর নন্দীর ফের হার্ট অ্যাটাক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর ফের হার্ট অ্যাটাক হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার সকালে তার হার্ট অ্যাটাক হয়।
সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দীর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, শনিবার সকালে হার্ট অ্যাটাকের পর তার চারটি স্ট্যান্টিং (রিং পরানো) হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের আইসিওতে রয়েছেন।
তিনি আরো জানান, সুবীর নন্দীর রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ওষুধ দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন চিকিৎসকেরা।
১৮ দিন অজ্ঞান থাকার পর গত শুক্রবার চোখ মেলে তাকান সুবীর নন্দী। মেয়েকে দেখে কেঁদেছেন তিনি। তবে শনিবার ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিন্তায় পড়ে যান চিকিৎসকেরা।
উন্নত চিকিৎসার জন্য ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি।
এর আগে, রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৬ দিন চিকিৎসার পর সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেওয়া হয়। তার জামাতা রাজেশ শিকদার জানান, সেদিন বিকেলেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বরেণ্য এই শিল্পীর চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান সুবীর নন্দী। এরপর ১৪ এপ্রিল ঢাকায় ফেরার পথে ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে একজন চিকিৎসক থাকায় তাঁর পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সুবীর নন্দী হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছেন।

Facebook Comments