দর্শকরা টিকিটের টাকা ফেরত পাবেন

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল দেখতে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে যারা বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে এসেছিলেন,তারা মন খারাপ করে ঘরে ফিরে গেছেন শিরোপা নির্ধারণী লড়াই না হওয়ায়।
আবহাওয়া খারাপ থাকায় অনেকে আসতে পারেনি।তবে যারাই এই ফাইনালের টিকিট কিনেছিলেন,তাদের টাকা ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে বাফুফে।
ম্যাচ বাতিল করে বাংলাদেশ ও লাওসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার পর বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুল সালাম মুর্শেদী মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন,যারা টিকিট কেটেছিলেন,তারা বাফুফে ভবন থেকে টাকা ফেরত নিতে পারবেন। তবে সেক্ষেত্রে তাদের ক্রয়কৃত টিকিট দেখাতে হবে।
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলে বাংলাদেশের তিন ম্যাচের দিন অনেক দর্শক সমাগম হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দুপুর থেকেই ঢাকার আবহাওয়া খারাপ।

Facebook Comments