সকালেই সড়কে ঝড়লো ৬ প্রাণ

রাজশাহী ও বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন।
রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকায় বাস ও নসিমনের সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানিয়েছেন।
নিহতরা হলেন- বাসের চালকের সহকারী (হেলপার) হানিফ, যাত্রী মনোয়ারা ও আমেনা বেগম। তিনজনেরই বাড়ি বাঘা উপজেলার বিভিন্ন গ্রামে।
ওসি মহসিন আলী আরো জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাঘা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে রাব্বী এন্টারপ্রাইজ নামের একটি বাস রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথে মীরগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ তিনজন নিহত ও ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এদিকে বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments