রাজউকের অনলাইন সেবা চালু হলো

রাজউক অনলাইনে ভূমি ব্যবহার ছাড়পত্র ও নির্মাণ অনুমোদন অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজউকের প্রধান কার্যালয়ে এ অনলাইন সেবার উদ্বোধন করেন তিনি।
একজন সেবা গ্রহীতার আবেদনের মাধ্যমে এ সেবা চালু করেন মন্ত্রী। ফলে এখন থেকে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে এসব সেবা অনলাইনে পাওয়া যাবে। আগামী পহেলা জুন থেকে পর্যায়ক্রমে বাকি সেবা অনলাইনে অন্তর্ভুক্ত করা হবে। অনলাইনে সেবা চালুর ফলে নাগরিকদের ভোগান্তি কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments