মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।
আগামী শুক্রবার ফাইনালে লাওসের মুখোমুখি হবে। প্রথম সেমিফাইনালে লাওস ৭-১ গোলে কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে।
৮৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন বদলি স্ট্রাইকার তহুরা খাতুন। এই গোলেরও যোগানদাতা মনিকা। তার বাড়িয়ে দেয়া বল পেয়ে ডি বক্সের সামনে থেকে শট নেন তহুরা।মঙ্গোলিয়ার দুইজন রক্ষণভাগের খেলোয়াড় ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে আশ্রয় নেয়।
ফাইনালে বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ লাওস। বাংলাদেশ গ্রুপ পর্বের দুই ম্যাচে প্রতিপক্ষের জালে চারবার বল জড়িয়েছে। সেমিফাইনালে জড়িয়েছে তিনবার। তিন ম্যাচে বাংলাদেশ ৭ গোল করার পাশাপাশি একটি গোল হজম করেছে। অন্যদিকে লাওস তিন ম্যাচে গোল করেছে ১৮টি!

Facebook Comments