হায়দ্রাবাদকে হারালো রাজস্থান

সানরাজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আইপিএলে নিজেদের পঞ্চম জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। শনিবার জয়পুরে মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথমে ব্যাট করা হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান করে। জবাবে ৫ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেন স্বাগতিকরা।
১৬১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটে সহজ জয় পায় রাজস্থান। সর্বোচ্চ ৩২ বলে ৪৮ রান করেন সঞ্জু স্যামসন। লিয়াম লিভিংস্টোন ২৬ বলে ৪৪ করেন। এছাড়া আজিনকা রাহানে ৩৯ ও স্টিভ্রন স্মিথ ২২ রান করেন।
হায়দ্রাবাদ বোলারদের মধ্যে সাকিব, রশিদ খান ও খলিল আহমেদ একটি করে উইকেট পান।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় হায়দ্রাবাদ। এক মনিশ পান্ডে টি-টোয়েন্টির মতো ব্যাটিং করলেও আর কেউই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মনিশ ৩৬ বলে ৯টি চারে ৬১ রান করে শ্রেয়াস গোপালের বলে বিদায় নেন।
দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ বলে ৩৭ করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে শেষ দিকে রশিদ খান ৮ বলে অপরাজিত ১৭ রান করলে দেড়শ’ রানের কোটা পার করেন সফরকারীরা। সাকিব ১০ বলে ৯ রান করেন।
রাজস্থান বোলারদের মধ্যে ২টি করে উইকেট ভাগ করে নেন ভারুন আরুন, গোপাল, ওশানে টমাস ও জয়দেব উনাদকাট।

Facebook Comments