চতুর্থ জাতীয় যুব হ্যান্ডবলে তৃতীয় চাপাইনবাবগঞ্জ

মার্সেল চতুর্থ জাতীয় যুব (পুরুষ) হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৯ এ তৃতীয় হয়েছে চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।
আজ রোববার ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও চতুর্থস্থান নির্ধারণী ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ ২৮-২১ গোলে পঞ্চগড় জেলাকে হারিয়ে তৃতীয় হয়।প্রথমার্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ১৩-১২ গোলে এগিয়ে ছিল।
আগামী মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটে ফাইনালে মুখোমুখি হবে কুষ্টিয়া জেলা ক্রীড়া সং¯হা ও বান্দরবান জেলা ক্রীড়া সং¯হা।চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি দেওয়া হবে। এ ছাড়া সেরা খেলোয়াড়ের জন্য রয়েছে পুরস্কার।


এবারের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২টি দলকে চারটি গ্রুপে ভাগ করে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে ক গ্রুপে ছিল বান্দরবান, গোপালগঞ্জ ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা।খ গ্রুপে ছিলচাপাইনবাবগঞ্জ, লালমনিরহাট ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা।গ গ্রুপে ছিল কুষ্টিয়া, ফরিদপুর ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।ঘ গ্রুপে ছিল চট্টগ্রাম, পঞ্চগড় ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

Facebook Comments