শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা

করুনারত্নকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দীর্ঘদিন পর আবারো দলে ফিরেছেন জীবন মেন্ডিস। এছাড়াও রয়েছেন মালিঙ্গা-ম্যাথিউসরা।
লঙ্কান দলে সবচেয়ে বড় চমক মিলিন্দা সিরিবর্ধেনে।গত দুই বছর ওয়ানডে না খেলা মিলিন্দা সুযোগ পেয়েছেন প্রভিন্সিয়াল টুর্নামেন্টে ভালো করে, জীবন মেন্ডিসও দলে ফিরেছেন একইভাবে। এছাড়াও দলে রয়েছে ডানহাতি লেগ স্পিনারজেফেরি ভ্যান্ডারসে।
তবে অবাক করার বিষয় হলো গত সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা দলে ডাক পাননি। এছাড়াও বাদ পড়েছেন স্পিনার আকিলা ধনঞ্জয়া ও সান্দাকান। গত বিশ্বকাপ খেলা উপুল থারাঙ্গাও নেই দলে।
উল্লেখ্য,নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ, ইংল্যান্ডের পর ৬ষ্ঠ দল হিসাবে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল জেনিত পেরেরা, আভিষ্কা ফার্নান্ডো, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধেনে, জীবন মেন্ডিস, জেফেরি ভ্যান্ডারসে, সুরাঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপ।

Facebook Comments