মালিবাগ কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এক ঘণ্টার কিছু বেশি সময় পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়।দ্রুতই ফায়ার সার্ভিসের একে একে ১৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করে।যা নিয়ন্ত্রণে আসে সকাল ৬টা ৩৫ মিনিটে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার কন্ট্রোল অফিসের স্টেশন অফিসার মাহফুজ রিবেন। তবে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর তিনি জানাতে পারেননি।
এর আগে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় একটি মাদ্রাসায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে একজন নিহত হন। আহত হন আরও ৭৩ জন।
এর দুইদিন পরই ৩০ মার্চ গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুনে মার্কেটের কাঁচাবাজার পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে।

Facebook Comments