মেসি-রোনালদো থেকে এগিয়ে বেনজেমা!

লা লিগায় দুর্দান্ত এক রেকর্ডের মালিক বনে গেলেন রিয়ালের করিম বেনজেমা। এই পর্যন্ত যতগুলি দলের মুখোমুখি হয়েছেন বেনজেমা, সব দলের বিপক্ষেই গোল করার রেকর্ড আছে তার। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমবারের মতো লিগে খেরা ওয়েস্কার বিপক্ষে রিয়ালের ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে জয়সূচক গোলটি করেন বেনজেমা। সেইসঙ্গে গড়ে ফেরেন রেকর্ড।ফরাসি ক্লাব লিওঁ থেকে ২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর স্পেনের শীর্ষ লিগে এ পর্যন্ত ৩৪টি দলের বিপক্ষে খেলেছেন বেনজেমা। সবগুলি দলের বিপক্ষেই গোল করেছেন তিনি। এমন রেকর্ড নেই দুই মহাতারকা লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর। লা লিগার সব দলের বিপক্ষে গোলের কীর্তি আছে মেক্সিকোর সাবেক ফরোয়ার্ড উগো সানচেসের। তবে এই ফুটবলার প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন ৩৩টি দলকে। মোট প্রতিপক্ষের সংখ্যা বিবেচনায় তাই শীর্ষে উঠেছেন বেনজেমা।
লা লিগার সর্বকালের সেরা গোলদাতা বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি এখন পর্যন্ত ৪০টি দলের মুখোমুখি হলেও কাদিস, মুরসিয়া ও ওয়েস্কার বিপক্ষে গোল করতে পারেননি। অন্যদিকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের সর্বকালের সেরা গোলদাতা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ৩৩টি প্রতিপক্ষের বিপক্ষে খেলে ৩২টির বিপক্ষে গোল করেছেন। এছাড়া রিয়ালের সাবেক তারকা রাউল গঞ্জালেস ৩৯টি দলের বিপক্ষে খেলে ৩৫টির বিপক্ষে গোল করতে পেরেছিলেন।

Facebook Comments