দলীয় সিদ্ধান্তেই শপথ নিচ্ছি: মোকাব্বির

দলীয় সিদ্ধান্তেই মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন গণফোরামের নেতা মোকাব্বির খান। কিন্তু এবিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট এবং ফ্রন্টের অন্যতম শরিক দল বিএনপির সম্মতি আছে কি-না তা জানা যায়নি।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন গণফোরামের দুই নেতা সুলতান মনসুর ও মোকাব্বির খান। এর আগে ধানের শীষ প্রতীকে ভোট করে জয়ী হওয়া গণফোরামের আরেক নেতা সুলতান মনসুর গত ৭ মার্চ শপথ নিয়েছেন। ওই সময় মোকাব্বিরও শপথ নেবেন বলে জানানো হলেও শেষ পর্যন্ত তিনি পিছু হটেন।
সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত মোকাব্বির দাবি করেছেন, দলীয় সিদ্ধান্তেই সংসদে যাচ্ছেন তিনি।
গণফোরামের প্যাডে পাঠানো ওই চিঠিতে তিনি লিখেছেন, আমি ও আমার দল গণফোরাম আগামী ২ এপ্রিল বা ৩ এপ্রিল শপথ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

Facebook Comments