ইসির তিন এমপিকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ

চলতি পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণের একদিন আগে আচরণবিধি লঙ্ঘন করায় তিন সাংসদকে চিঠি দিয়ে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসি সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এই চিঠি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে তিন সাংসদের কাছ পাঠানো হয়েছে।
আচরণবিধি লঙ্ঘন করা ওই তিন সাংসদ হলেন—ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদীন খান,যশোর-৪ আসনের রনজিত কুমার রায় ও নোয়াখালী-৪ আসনের একরামুল করিম চৌধুরী।ইসি সচিবালয় সূত্র এই তথ্য জানিয়েছে।
এই ব্যাপারে জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য খুবই কঠোর। যে কোনো ধরনের নির্বাচনী অপশক্তি রুখতে আমরা সবই করছি। ভোটের দিন অনিয়ম হলেই ভোটও স্থগিত করে দিতে আমরা ভাবব না। এই তিনজন সাংসদ তাঁদের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন যেটা উনারা পারেন না।
উপজেলা নির্বাচনের আচরণবিধি অনুযায়ী সাংসদেরা উপজেলা নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না। তবে কোনো সাংসদ কোনো উপজেলার ভোটার হলে কেবল ভোট দেওয়ার জন্য তিনি ভোটকেন্দ্রে যেতে পারবেন।
এবারের উপজেলা নির্বাচনে সাংসদেরা যাতে আচরণবিধি মেনে চলেন সে বিষয়ে সাংসদদের অবহিত করার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন। তবে আচরণবিধি মেনে চলছেন না অনেক সংসদ সদস্য। এজন্য এর আগেও বেশ কয়েকজন সাংসদকে এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছিল ইসি।

Facebook Comments