অমুসলিমের ভালো কাজ দেখে যে দোয়া পড়বেন

প্রত্যেক ভালো কাজেরই রয়েছে উত্তম প্রতিদান। আল্লাহ তাআলা মানুষকে উত্তম প্রতিদান দেয়ার ব্যাপারে ঈমান গ্রহণ করাকে শর্ত করেছেন। মানুষের সব ভালো আমল বা কাজ তখনই উত্তম প্রতিদান লাভ করবে, যখন আমলকারী হবে পরিপূর্ণ ঈমানদার।
মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, কেউ কারো উপকার করলে কিংবা কেউ ভালো কাজে এগিয়ে আসলে তার জন্য হাদিসে দোয়ার নির্দেশনা রয়েছে।
ভালো কাজ করা ব্যক্তি যদি অমুসলিম হয় তবে তার জন্যও রয়েছে ছোট্ট একটি দোয়া। আর তাহলো-
جَمَّلَكَ اللهُ
উচ্চারণ : ঝাম্মালাকাল্লাহ
অর্থ : আল্লাহ আপনাকে সৌন্দর্যমণ্ডিত করুন।
এছাড়াও রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মুসলিম উম্মাহর যে কোনো ভালো কাজের বিনিময়ে এ দোয়া বলার নসিহত পেশ করেছেন।
جَزَاكَ اللهُ خَيْرًا
উচ্চারণ : ঝাযা-কাল্লা-হু খাইরান। (তিরমিজি)
অর্থ : আল্লাহ তাআলা আপনাকে (কাজের) উত্তম বদলা প্রতিদান করুন।
উল্লেখ্য যে, ‘খাওয়া-দাওয়াসহ সব ধরনের ভালো কাজ শুরুতে (بِسْمِ اللهِ) ‘বিসমিল্লাহি বা আল্লাহর নামে শুরু করছি’ বলা। এবং ‘ভালো কাজের শেষে (اَلْحَمْدُ للهِ) ‘আলহামদুলিল্লাহ বা সব প্রশংসা আল্লাহর জন্য’ বলা।’ (বুখারি, মুসলিম, মিশকাত)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন-সুন্নাহর আমল যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন।

Facebook Comments