রমজানে কোনও পণ্যের মূল্য বৃদ্ধি পাবে না

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্থানীয় উৎপাদন, আমদানি, মজুত অবস্থা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা বৈঠক (ছবি: পিআইডি)রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্থানীয় উৎপাদন, আমদানি, মজুত অবস্থা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা বৈঠক (ছবি: পিআইডি)পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের সততার সঙ্গে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রয়েছে। আসন্ন রমজান মাসে কোনও পণ্যের মূল্য বৃদ্ধি পাবে না, সরবরাহেও ঘাটতি থাকবে না। নিত্যপণ্যের দাম বাড়ার কোনও কারণও নাই। পণ্য পরিবহনে যাতে কোনও ধরনের চাঁদাবাজি না হয়, সেজন্য প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসন এ বিষয়ে উপযুক্ত কঠোর পদক্ষেপ নেবে।’বুধবার আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্থানীয় উৎপাদন, আমদানি, মজুত অবস্থা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চাহিদার তুলনার অনেক বেশি পণ্য মজুত রয়েছে। গত বছরের তুলনায় বর্তমানে অনেক পণ্যের মূল্য কম রয়েছে। সরবরাহ চেইনে কোনও সমস্যা নেই। আসন্ন রমজান মাসে কোনও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির সংগত কোনও কারণ নেই।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাসে দায়িত্বশীল আচরণ করে ব্যবসায়ীদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘পণ্যের উৎপাদনকারী ও আমদানিকারকরা পণ্য বিক্রির সময় রশিদ সরবরাহ করবে, পাইকারি ও খুচরা বিক্রেতারা সে মোতাবেক যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করবেন। কৃত্রিম উপায়ে কোনও ধরনের পণ্যের সংকট সৃষ্টি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অনেক পণ্যের মূল্য গত বছরের তুলনায় কম আছে। আমদানি ও পরিবহন ক্ষেত্রে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য অগ্রাধিকার ভিত্তিতে চলাচল নিশ্চিত করা হবে। কোথাও কোনও প্রতিবন্ধকতা থাকবে না। দেশে উৎপাদিত পণ্য উৎপাদনে যাতে কোনও ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

Facebook Comments