বঙ্গমাতা গোল্ডকাপের জন্য প্রস্তুত হচ্ছেন

মিয়ানমারে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় পর্বের পর নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ।ঘরে ফেরার দিন তিনেক পরই আবার মারিয়া-তহুরারা নেমে পড়েন আরেকটি টুর্নামেন্টের প্রস্তুতিতে।বাংলাদেশের মেয়েদের জন্যই নয়,এ অঞ্চলেরই নতুন টুর্নামেন্ট। নাম বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ।আগামী ২২ এপ্রিল ঢাকায় বসছে প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ। ছয় জাতির টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, লাওস ও তাজিকিস্তান। বাংলাদেশের গ্রুপে সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান।টুর্নামেন্ট শেষ হবে ৩ মে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত নতুন এই টুর্নামেন্ট জাতীয় দল নিয়ে না করার কারণ সিনিয়র খেলোয়াড় সংকট। বাংলাদেশের মেয়েদের ফুটবল মানেই বয়সভিত্তিক খেলোয়াড়দের প্রাধান্য। মেয়েরা এখনো জাতীয় দলে খেলার জন্য তৈরি হয়ে উঠতে পারেননি বলেই অনূর্ধ্ব-১৯ করা হয়েছে টুর্নামেন্ট। বয়সভিত্তিক টুর্নামেন্ট বলেই ঘরের মাঠের টুর্নামেন্টে ফেভারিট হিসেবে খেলতে নামবেন স্বাগতিক মেয়েরা।দুই গ্রুপ প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তান বাংলাদেশের জন্য নতুন প্রতিপক্ষ নয়। ২০১৪ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে ছিল সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ জিতেছিল ৬-০ গোলে। এ দলটির বিরুদ্ধে ২০১৬ সালে একই টুর্নামেন্টে বাংলাদেশ জিতেছিল ৪-০ গোলে এবং ২০১৮ সালে ৭-০ গোলে। ২০১৬ সালে কিরগিজস্তানকেও পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। জিতেছিল ১০-০ গোলে।

Facebook Comments