ক্ষমতালোভীরা ধর্মের অপব্যবহার করছে: ড. কামাল

ধর্মের ভিত্তিতে ঐক্য বিনষ্ট করা সংবিধানসম্মত নয় দাবি করে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ‘রাজনৈতিক গোষ্ঠী তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য ধর্মকে অপব্যবহার করছে।’এর মাধ্যমে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও মনে করেন তিনি।সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কামাল হোসেন এসব কথা বলেন। সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় আহত ও নিহতদের প্রতি শোক ও সংহতি জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ড. কামাল বলেন, ‘আমাদের উদ্দেশ্য ধর্মকে ব্যবহার করা নয়। কিন্তু রাজনৈতিক গোষ্ঠী ক্ষমতালোভীরা ক্ষমতা ধরে রাখার জন্য ধর্মকে অপব্যবহার করছে। বর্তমানে ধর্মকে অপব্যবহার করে মানুষের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’‘স্বাধীনতার অর্জনগুলো ধরে রাখতে সম্প্রীতির মূল্যবোধকে ছড়িয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করতে ধর্মকে ব্যবহার করা হয়েছে।’প্রবীণ এই আইনজীবী বলেন, ‘সংবিধানেও আছে ধর্মকে অপব্যবহার করা যাবে না। আমরা স্বাধীন দেশের নাগরিক এই নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সব ধর্মের সাথে সম্প্রীতি গড়ে তোলা। আমি জোর দিয়ে বলতে চাই মানুষের সব অধিকার রক্ষা করতে হবে। ধর্মের নামে বৈষম্য আমাদের দেশে নাই।’ড. কামাল বলেন, সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে এটাই স্বাভাবিক। মানুষের মধ্যে বৈষম্য গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে সব ধর্মের সহাবস্থান নিয়ে গর্ববোধ করেন বলেও জানান ড. কামাল হোসেন।জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, স্বাধীনতার মধ্য দিয়েই কিন্তু আমরা আজকে সেই অবস্থানে এসেছি। যেখানে আমরা ধর্মের ভিত্তিতে বৈষম্য-এটার বিরুদ্ধে আমরা নিন্দা করে অবস্থান নিতে পারছি, যে না সব ধর্মের মানুষ আমরা সমান অধিকার ভোগ করি। এখানে কোনো সাম্প্রদায়িকতাকে কোনো স্থান দেই না আমরা।বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments