স্পেশাল অলিম্পিক দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

শুক্রবার রাতে দলটি ঢাকায় ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের স্বাগত জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে বলেন,স্পেশাল অলিম্পিক দলের এই সাফল্যে আমি আনন্দিত ও গর্বিত। প্রতিযোগিতায় আমাদের ছেলে-মেয়েরা অসামান্য নৈপূণ্য প্রদর্শণ করেছেন, যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে।ভবিষ্যতে এই ক্রীড়াবিদরা আরো ভালো ফলাফল অর্জন করতে পারবে।অচিরেই এই খেলোয়াড়দের উন্নত ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলেও জানিয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী।এবারের স্পেশাল অলিম্পিক্সে ১৬০ দেশের ৭ হজারের মতো অ্যাথলেট অংশ নিয়েছেন। বাংলাদেশ এ প্রতিযোগিতায় ১১ ডিসিপ্লিনে অংশ নিয়েছিল।

Facebook Comments