প্রধানমন্ত্রীর নির্দেশ কেন বাস্তবায়ন হচ্ছে না

সড়ক দুর্ঘটনা নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপদ সড়কের নির্দেশনা বাস্তবায়ন করছেন না, ওরা কারা? একটার পর একটা ঘটনায় মানুষ রাস্তায় নামছে। এক সময় কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে; পার্লামেন্টে আলোচনা হয়েছে; প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন।’
তিনি বলেন, ‘এরপর প্রশাসনকে বলা হয়েছে, পরিবহন সেক্টরকে বলা হয়েছে; এমনকি পুলিশসহ সব আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছিল সেগুলো বাস্তবায়ন করতে।’
শনিবার (২৩ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণসভা ও চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
নাসিম বলেন, ‘কেন নির্দেশনাগুলো বাস্তবায়ন হচ্ছে না? এই সমস্ত ক্ষমতাবান ব্যক্তি কারা? যারা পরিবহন সেক্টরের হয় শ্রমিক নেতা, অথবা বাস মালিক সমিতি অথবা প্রশাসনের লোক। কেন এগুলো বাস্তবায়ন হয় না?
তিনি বলেন, ‘রাস্তায় একটা করে জীবন যাবে, আর সরকার দায়ী হবে। হাইকোর্টের নির্দেশে ১০ লাখ টাকা দেবে, এটা কোনো কথা হলো? জীবনের দাম কি ১০ লাখ টাকা?’
‘এই ব্যাপারে যারা কাজ করে; তারা সবাই দায়ী; কেন তারা প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করছে না? এই সমস্ত ফ্রাঙ্কস্টাইনকে রুখতে হবে। এই সব ফ্রাঙ্কস্টাইনই প্রধানমন্ত্রীর অর্জনকে নষ্ট করে দেবে।‘
পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেন কঠোর হন? কবে আর কঠোর হবেন? কেন ব্যবস্থা নেবেন না? এই ধরনের কথা আর আমরা শুনতে চাই না।’
সামাজিক আন্দোলন তোলার ইচ্ছা পোষণ করে ১৪ দলের এই মুখাপত্র বলেন, ‘যারা আইন মানেন না, যারা নিজেরা ফ্রাঙ্কস্টাইন হয়ে গেছেন; যারা আওয়ামী লীগ করে বলে নিজেদের ক্ষমতাধর ব্যক্তি মনে করেন; তাদের কারণে এটা হতে পারে।’
উপজেনা নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘কিছু অতি উৎসাহী প্রশাসনিক কর্মকর্তা আছেন। তারা নির্বাচন কমিশনের দৃঢ় ভূমিকাকে খাটো করার চেষ্টা করছেন। প্রশাসনে ছোট ছোট লাট আছেন, তারা প্রধানমন্ত্রীর চেয়ে নিজেকে ক্ষমতাবান মনে করেন।‘
‘তারা প্রার্থীকে জেতানোর জন্য এমন কোনো কাজ নেই করতে চান না। এটা হতে পারে না। এই সমস্ত তথাকথিত ক্ষমতাধর ব্যক্তিরা কারা? যারা প্রভাব বিস্তার করে নির্বাচনকে বির্তকিত করতে চায়। এদেরকে রুখতে হবে।’

Facebook Comments