চায়না কাপের ফাইনালে উরুগুয়ে

উজবেকিস্তানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চায়না কাপের ফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে। কোচ অস্কার তাবারেজের দলের হয়ে দুই গোল করেছেন ক্রিস্টিয়ান স্টুয়ানি।হেক্টর কুপারের উজবেকিস্তান বছরের শুরুতে এশিয়ান কাপের শেষ ১৬’তে অস্ট্রেলিয়াকে পরাজিত করলেও উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনালে নিজেদের মেলে ধরতে পারেনি।গ্যাস্টন পেরেইরোর প্রথমার্ধের গোলের পর স্টুয়ানির দুই অর্ধের দুই গোলে উরুগুয়ের জয় নিশ্চিত হয়। সোমবার ফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ থাইল্যান্ড। আরেক সেমিফাইনালে থাইল্যান্ড স্বাগতিক চায়নাকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে।
এর আগে চারটি প্রীতি ম্যাচে পরাজিত উরুগুয়ে নানিংয়ের গুয়াংসি স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায়। নিকোলাস লোডেইরোর দুর্দান্ত পাসে পেরেইরো ডি বক্সে জটলার মধ্য থেকে বল জালে জড়ান। ২৩ মিনিটে রক্ষনভাগের ভুলে স্টুয়ানি উজবেক গোলরক্ষক সানজার কুভাটোভকে পরাস্ত করলে ব্যবধান দ্বিগুন হয়।
তাবারেজ মূল একাদশের বাইরে রেখেছিলেন দিয়েগো গোডিন, রডরিগো বেনটানকার ও দিয়েগো লাক্সাল্টকে। তিনজনই অবশ্য দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন। এই ম্যাচের মাধ্যমে গোডিন উরুগুয়ের হয়ে ১২৫তম ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন। পিএসভি মিডফিল্ডার পেরেইরোর ভলি কুভাটোভকে পারস্ত করলেও ক্রসবারে লেগে ফেরত আসে। তবে ম্যাচের ৮২ মিনিটে জেভিয়ার রড্রিগুয়েজের লো ক্রস থেকে স্টুয়ানি দলের হয়ে তৃতীয় গোল করতে কোন ভুল করেননি।

Facebook Comments