শাহবাগ অবরোধ নিরাপদ সড়কের দাবিতে

নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :

নিরাপদ সড়ক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার বাসচাপায় নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার বেলা পৌনে ১২ টার দিকে শাহবাগে অবস্থান নেন তারা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
নিরাপদ সড়ক বর্তমান সময়ে দেশের প্রতিটি নাগরিকের দাবি। ফিটনেস বিহীন গাড়ি এবং বেপরোয়া যান চলাচল এই দুর্ঘটনার জন্য দায়ী। সড়ক দুর্ঘটনা থেকে রেহাই পাচ্ছে না শিশু-কিশোর থেকে বৃদ্ধ সবাই। কিন্তু আমরা দেখেছি, শিক্ষার্থীদের দাবি মানার নাম করে সরকার আইওয়াশ করেছে মাত্র। প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের কোনো দাবিই পূরণ হয়নি।
তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষার্থীরা আজ নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শিক্ষার্থীদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করে শাহবাগে অবস্থান নিয়েছে। আশা করি, এবার আর আশ্বাস নয়, সত্যিই আমরা নিরাপদ সড়ক উপহার দিয়ে ঘরে ফিরব।

Facebook Comments