রাঙ্গামাটিতে নিরাপত্তার অভাব ছিলো না: সিইসি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের নিরাপত্তায় কোনো অভাব ছিল না বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. নুরুল হুদা।মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে সিইসি চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে বাঘাইছড়ির ঘটনায় আহতদের দেখতে এসে একথা বলেন। এসময় তিনি আহতদের কয়েকজনের সঙ্গে কথাও বলেন।নির্বাচন উপলক্ষে পাহাড়ে নেওয়া নিরাপত্তা ব্যবস্থায় কোনো গায়েলতি ছিল কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নিরাপত্তায় গাফেলতি ছিল না। আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিলাম। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ সবাই ছিল। তারা (নির্বাচনে দায়িত্ব পালনকারী) যখন মালামাল নিয়ে যাচ্ছিল, বিজিবির গাড়ি সামনে প্রটেকশন দিচ্ছিল। যারা পেছনে ছিল, তাদের আক্রমণ করেছে।পাহাড়ে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের ওপর হামলার ঘটনা ও ব্রাশফায়ারে সাতজন নিহত হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বলেন, কেউ অভিযোগ করলেই নির্বাচন ত্রুটিপূর্ণ হয়ে গেল, বিষয়টি এমন নয়। পাহাড়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভোটগ্রহণ শেষে ফেরার পথে সোমবার সন্ধ্যায় নির্বাচনকর্মীদের ওপর দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় ব্রাশফায়ারে ঘটনাস্থলে ছয়জন নিহত হন। এছাড়া আহতদের মধ্যে ১১ জনকে রাতে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।
বাঘাইছড়িতে ব্রাশফায়ারে সাতজন নিহতের ঘটনা দুঃখজনক উল্লেখ করে সিইসি বলেন, ‘যারা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, তাদের উপর রাতের অন্ধকারে হামলা করা হলো। এর সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের খুঁজে বের করা হবে।’পাহাড়ে নির্বাচনের বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, ‘কেউ অভিযোগ করলেই নির্বাচন ত্রুটিপূর্ণ হয়ে গেল, বিষয়টি এমন নয়। পাহাড়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’এ সময় ব্রাশফায়ারে হতাহতদের আর্থিক সহায়তার আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে চিকিৎসাধীন বাকি ১০ জনের মধ্যে তিনজনের অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন ২৪ পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল এস এম মতিউর রহমান।এছাড়া আহত আরও ৪ জনকে হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments