সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।এই ম্যাচে হারলেও আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। দুই ম্যাচের একটিতে জিতে ও একটিতে হেরে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ চারে উঠেছে বাংলাদেশ। আর দুই ম্যাচের দুটিতেই জিতে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শেষ চারে নাম লিখিয়েছে আয়োজক নেপাল।সেমিফাইনালে বাংলাদেশ পাবে শক্তিশালী ভারতকে। আর নেপাল পাবে শ্রীলঙ্কাকে।আজ শনিবার নেপালের বিরাটনগরে নেপালের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। এ সময় বাংলাদেশের মাসুরা পারভীন নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। ২৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় নেপালের সাবিত্রা বান্দারি গোল করে ব্যবধান বাড়ান। ২৮ মিনিটে নেপালকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন মাঞ্জালি ইয়োনজান। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে।গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। বুধবার সেমিফাইনালে বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে।

Facebook Comments