রাশেদকে হত্যার হুমকি

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতাকারী রাশেদ খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় তার ঝিনাইদহের বাড়িতে গিয়ে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন রাশেদ।রাশেদ খান জানান, বুধবার সন্ধ্যায় দুই ব্যক্তি মোটরসাইকেলে ঝিনাইদহ সদর উপজেলায় তার গ্রামের বাড়িতে গিয়ে তার মা–বাবাকে হুমকি দিয়ে বলেন, রাশেদ আন্দোলন করছেন এবং সরকারবিরোধী কথাবার্তা বলছেন। তাকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হচ্ছে। এরপর এসব করলে তাকে গুলি করে মেরে ফেলা হবে।এ ঘটনার পর রাশেদের মা অচেতন হয়ে পড়েন। তাকে ঝিনাইদহের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আড়াই ঘণ্টা পর তার চেতনা ফিরে আসে। বর্তমানে তিনি ঝিনাইদহ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন।ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। রাশেদের পরিবারের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

Facebook Comments