তিন দিনের টেস্টে পরাজয়

তিন দিনের সেই টেস্টেই কি না ইনিংস পরাজয় সিরিজের দ্বিতীয় এই টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ অলআউট হয়েছিল ২১১ রানে। আজ চতুর্থ দিন রান উৎসব করেছে নিউজিল্যান্ড। ২০ রানে দুবার জীবন পেয়ে রস টেলর করেছেন ঝোড়ো সেঞ্চুরি। পরে যেটিকে রূপান্তর করেছেন ডাবলে। সেঞ্চুরি করেছেন হেনরি নিকোলস। কেন উইলিয়ামসন পেয়েছেন ফিফটি। ৫.০৯ রেটে ৬ উইকেটে ৪৩২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড।২২১ রানের লিডের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশ ৫৫ রানেই হারায় ওপরের দিকের তিন ব্যাটসম্যানকে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮০ রান। মোহাম্মদ মিথুন ২৫ ও সৌম্য সরকার ১২ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ২৫। ৭ উইকেট হাতে নিয়ে এখনো ১৪১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। শেষ দিনে সফরকারীদের সামনে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ।জীবন পেয়ে সেই জায়েদের পরের ওভারে টেলর হাঁকান টানা তিনটি চার। এরপর আরো বিপজ্জনক হয়ে উঠেছেন ডানহাতি ব্যাটসম্যান। ফিফটি তুলে নেন টেলর-উইলিয়ামসন দুজনই। লাঞ্চের আগে উইলিয়ামসনকে ফিরিয়ে ১৭২ রানের রেকর্ড জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৭৪ রান করে বাঁহাতি স্পিনারকে ফিরতি ক্যাচ দেন কিউই অধিনায়ক।এই নিয়ে আটবার সেঞ্চুরি জুটি হলো উইলিয়ামসন ও টেলরের। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটি এখন তাদের। আগের রেকর্ডেও ছিলেন উইলিয়ামসন, টম ল্যাথামের সঙ্গে সাতটি।

Facebook Comments