টিভি মালিকদের উদ্বেগ নিউজ পোর্টালে ভিডিও প্রকাশ নিয়ে

নিউজ পোর্টালে ভিডিও প্রকাশ নিয়ে টিভি মালিকদের উদ্বেগ অনলাইন নিউজ পোর্টালগুলোতে ভিডিও কনটেন্ট এবং টকশো প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (এটকো)।সোমবার (১১ মার্চ) সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন এটকো নেতারা। বৈঠকের পর এটকোর সিনিয়র সহ-সভাপতি ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, বিভিন্ন পোর্টাল… যেহেতু আমাদের পলিসি (অনলাইন নীতিমালা) হয়নি। পোর্টালগুলো… পত্রিকাগুলো নিউজ পোর্টাল হচ্ছে। পোর্টাল টেক্সট (লিখিত নিউজ) করছে কোনো আপত্তি নেই, কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি কিছু কিছু পত্রিকার পোর্টাল ভিডিও কনটেন্ট আপলোড করছে। টকশোর আয়োজন করছে, আমরা মনে করি এগুলো কোনোভাবেই বৈধতার মধ্যে পড়ে না। সম্প্রচার নীতিমালায় এ জিনিসগুলো পরিষ্কার করার জন্য মন্ত্রীকে অনুরোধ করেছি।তিনি বলেন, আইপি টিভির নামে যে নৈরাজ্য চলছে সেগুলোর ব্যাপারেও মন্ত্রী নজর দেবেন বলে জানিয়েছেন। আপনারা জানেন, টেলিভিশন ইন্ডাস্ট্রি অত্যন্ত সিক (অসুস্থ) হয়ে পড়ছে, বিজ্ঞাপন মার্কেট ছোট এবং বিজ্ঞাপন যতটুকুই ছিল ততটুকুর একটা বড় অংশ বিদেশে পাচার হচ্ছে। আরেকটা বড় অংশ ডিজিটাল মিডিয়ামে অবৈধভাবে পাচার হচ্ছে। এগুলো বন্ধের ব্যাপারে আমরা তার (তথ্যমন্ত্রী) সঙ্গে কথা বলেছি এবং তার কাছ থেকে অত্যন্ত সহানুভূতিশীল সহযোগিতার আশ্বাস পেয়েছি।

Facebook Comments