ছাত্রলীগের জয় ৪টি হল সংসদে

ডাকসু নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ৪টি হল সংসদ নির্বাচনের ফলাফলে এগিয়ে আছে ছাত্রলীগের প্যানেল।জিয়া হল,হাজী মুহাম্মদ মুহসীন,সার্জেন্ট জহুরুল হক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হল সংসদে ছাত্রলীগের প্যানেল জয়ী হয়েছে।ভিপি এবং জিএস পদে এই তিন হলে জিতেছেন ছাত্রলীগের প্রার্থীরা।মুহসীন হলে ছাত্রলীগের ভিপি প্রার্থী ছিলেন শহিদুল হক শিশির,তিনি পেয়েছেন ৭৬০ ভোট।৬২১ ভোট পেয়ে জিএস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন মেহেদী হাসান মিজান।অন্যদিকে,জহুরুল হক হল সংসদের ১৩টি পদের সব ক’টিতেই ছাত্রলীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।জহুরুল হক হলের ছাত্রলীগের প্যানেলে সহ-সভাপতি- সাইফুল্লাহ আব্বাসি অনন্ত, সাধারণ সম্পাদক- রিফাত উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক- সুরাপ মিয়া(সোহাগ), সাহিত্য সম্পাদক- কামাল উদ্দিন রানা, সাংস্কৃতিক সম্পাদক- শাকিল আহমেদ, রিডিং রুম সম্পাদক- আনোয়ার হোসেন, ইনডোর গেম সম্পাদক- সোহেল রহমান শান্তি, আউটডোর সম্পাদক- আনন্দ কবির, সমাজকল্যান সম্পাদক- ফাহাদ মোহাম্মদ, সদস্য নির্বাচিত হয়েছেন, ফাহাত তানভির নাইম, জুবলী রহমত, বজলুর রহমান নান্নু, এস এম নাদিউর রহমান।বেগম ফজিলাতুননেছা হলের ভিপি পদে নির্বচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা ও জিএস পদে ছাত্রলীগের সারা বিনতে জামান বিজয়ী হয়েছেন।এই হলে ভিপিসহ তিনটি পদে স্বন্ত্র প্রাথী বিজয়ী হয়েছেন, বাকি ১০টি পদে বিজয়ী ছাত্রলীগের প্যানেল।বঙ্গবন্ধু হলে ভিপি পদে আকমল হোসেন, জিএস পদে মেহেদী হাসান শান্ত এবং এজিএস পদে জুলফিকার হাসান জয়ী হয়েছেন। হল সংসদ নির্বাচনে ১৮টি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৫০৯ জন প্রার্থী। এর মধ্যে প্রতিটি হল সংসদে নির্বাচিত হবেন ১৩ জন করে।এবারের নির্বাচনের মোট ভোটার ছিলেন ৪৩ হাজার ২৫৫ জন।ডাকসুর ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ২২৯ জন প্রার্থী।ছাত্রলীগ প্যানেলের জিয়া হল সংসদের ভিপি হয়েছেন,শরিফুর ইসলাম শাকিল এবং জিএস পদে হাদিবুল হোসেন শান্ত জয়ী হয়েছেন।ডাকসুতে প্যানেল দিয়ে নির্বাচন করে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত প্যানেল,ছাত্রলীগ,বাম সংগঠনগুলোর জোট, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেন।বিকেল চারটায় শেষ হয় ভোট গ্রহণ। এখন চলছে ভোটগণনা। প্রতিটি কেন্দ্রে অপটিক্যাল মার্ক রিকগনিশন বা ওএমআর কাউন্টারে গণনা হচ্ছে ভোট। হল সংসদের ভোটের ফলাফল ঘোষণা করা হবে হলগুলোতেই। পরে সব কেন্দ্রের ফলাফল একীভূত করে ডাকসুর ফলাফল দেয়া হবে।তবে কুয়েত মৈত্রী ও রোকেয়া হলে ভোটগ্রহণ বিঘ্নিত হওয়ায় এই দুটি হলে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করে তারপর গণনা শুরু হয়।

Facebook Comments